Banglar Chokh | বাংলার চোখ

নকলার  কায়দা গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী সীমানা

বিনোদন

শাহরিয়ার মিল্টন ,শেরপুর

প্রকাশিত: ০০:০৩, ৫ জুন ২০২৪

সর্বশেষ

নকলার  কায়দা গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী সীমানা

ফাইল ছবি রিশতা লাবনী সীমানা

শেরপুরের নকলা উপজেলায় অভিনেত্রী রিশতা লাবনী সীমানার দাফন নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সাতটায় উপজেলার কায়দা গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় বাজারদী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ অভিনেত্রীর মৃত্যুতে শোবিজ অঙ্গনসহ নকলার কায়দা বাজারদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  অভিনেত্রী সীমানা।সীমানার ভাই এজাজ বিন আলী বোনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি বোনের রেখে যাওয়া অবুঝ দুজন শিশু সন্তানের জন্যও দোয়া চেয়েছেন। ৩৯ বছর বয়সে মারা যান এ অভিনেত্রী। মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন। বড় সন্তান শ্রেষ্ঠ’র বয়স আট বছর আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।সীমানার বাড়ী নকলা পৌরসভাধীন কায়দা বাজারদী এলাকায়। তার পিতা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন। এর আগে গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত কয়েক দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সেখান হতে আর ফেরা হলো না সীমানার।উল্লেখ্য, নকলা উপজেলা ললিতকলা একাডেমী, খেলাঘর, কোর্টফিল্ড, কমল ওস্তাদজী, শিল্পকলায় অভিনয় চর্চা করতেন সীমানা। এরপরে বিটিভিতে কাজ করা শুরু করেন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে সাকিন সারিসুরি, কলেজ টুডেন।তার মৃত্যুতে নকলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়