Banglar Chokh | বাংলার চোখ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত

প্রবাসী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৮ মার্চ ২০২৩

সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহ যাত্রীর মধ্যে কমপক্ষে ১০ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হক মানবজমিনকে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসে থাকা ৪৭ জন ওমরাহ যাত্রীর মধ্যে ৩৫ জন ছিলেন বাংলাদেশি। বাকি ১২ জন বিভিন্ন দেশের নাগরিক। আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি (জীবিত) বলে সন্ধান পাওয়া গেছে। বাকি ১৭ জন নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই নিহত বলে ধারণা করছে মিশন। দুর্ঘটনায় নিহতদের লাশ পুড়ে যাওয়ায় তাদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে জানিয়ে মিশনের এক কর্মকর্তা বলেন, বাসে ১২ জন ওমরাহ যাত্রী ছিলেন বিদেশি। এর বাইরে যারা ছিলেন সবই বাংলাদেশি। সে হিসাবে ১০ বাংলাদেশি মারা গেছেন এটা নিশ্চিত। এ সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এ পর্যন্ত ১৭ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

তারা কোথায় কী  অবস্থায় আছেন তা জানার চেষ্টা করছে ঘটনাস্থলে যাওয়া কনস্যুলার টিম। খালিজ টাইমস জানিয়েছে, সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন। আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবাত শার সড়কে সোমবার বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। সড়কে থাকা একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। হতাহতদের কাছাকাছি হাসপাতালে নেয়া হয়। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। 
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পাহাড় কেটে ওই রাস্তাটি তৈরি করা হয়েছিল। এরমধ্যে ১১টি টানেল এবং ৩২টি সেতু আছে। সড়কটি ৪০ বছরেরও বেশি আগে নির্মাণ করা হয়। বাসটি একটি সেতু দিয়ে যাওয়ার সময় এর ব্রেক ফেল করে এবং সেতুর শেষ প্রান্তে গিয়ে নিরাপত্তা বেরিয়ারে আছড়ে পড়ে। 

সূত্র:খালিজ টাইমস

সর্বশেষ

জনপ্রিয়