Banglar Chokh | বাংলার চোখ

 ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন,ইতালি থেকে

প্রকাশিত: ২৩:৩৩, ১৭ আগস্ট ২০২৩

সর্বশেষ

 ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

ছবি: নিজস্ব

ইতালিতে থিয়েনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট)  থিয়েনের পার্শ্ববর্তী মারানো পার্কে  আনন্দঘন- ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ বাংলা পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

শাহাদাত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে কাজী সাত্তার এর সঞ্চালনায় আনন্দঘন অনুষ্ঠানটি  ভিন্ন মাত্রা লাভ করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থিয়েন কমিউনির সম্মানিত মেয়র Sig. Giampi Michelusi, বিশেষ অতিথি Anna Maria Savio, বিশেষ অতিথি Novella, বিশেষ অতিথি Mauricio panton বিশেষ অতিথি হিসেবে Presidente Pro loco Marano সহ স্থানীয় বাংলাদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাল্য স্মৃতিময় বাচ্চাদের বিভিন্ন খেলা, কোরআন তেলাওয়াত গান কবিতা আবৃতি, বিশেষ আকর্ষণ যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলা ও পাতিল ভাঙ্গা খেলা শেষে প্রত্যেকের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব পিঠা উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক বিভিন্ন বিভিন্ন অঞ্চলের মজাদার পিঠা বোন ও ভাবিদের সুনিপুন হাতে বানানো প্রায় ৪২ ধরনের পিঠা প্রায় ৯৭ টি ডিশে প্রদর্শিত হয়।

উৎসবমুখর   এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়