Banglar Chokh | বাংলার চোখ

ইতালিতে সিলেট বিভাগীয় পরামর্শক পরিষদ ঘটিত

প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি

প্রকাশিত: ০২:৪৯, ৫ জানুয়ারি ২০২৪

সর্বশেষ

ইতালিতে সিলেট বিভাগীয় পরামর্শক পরিষদ ঘটিত

ছবি: বাংলার চোখ

ইতালির ভিচেন্সায় বসবাসরত সিলেটবাসীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার (পহেলা জানুয়ারি)  ভিচেন্সার স্থানীয় সিলেটি রেস্টুরেন্ট  CHICKEN KING -এ পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

এ সভায় ভিচেন্সায়  কমুনে বসবাসরত নবীন ও প্রবীণ সিলেটিদের মীলনমেলায়  পরিণত হয় । সভায় সর্বসম্মতিক্রমে  ভিচেন্সা কমুনের সিলেট বাসীদের জন্য ৮ জন  পরামর্শক  নির্ধারিত করে  সিলেট বিভাগীয় পরামর্শক পরিষদ  ঘটন করা হয়। 

পরামর্শকরা হলেন (১) গিয়াস উদ্দিন  (২) ময়না মিয়া (৩) মুমিন মিয়া (৪)  রমীজ মিয়া (৫) আলী উসমান (৬) ইকবাল হোসেন  ( শিপলু) (৭) জামাল উদ্দিন (৮) জামাল আহমেদ । 

এসময় আরও ঊপস্থিত ছিলেন  তারেক আহমেদ ,  হেলাল আহমেদ , শফিকুর রহমান ,রাসেল আহমেদ , জামাল মিয়া  , জাহাঙ্গীর হোসেন (বাবলু) , বাবর আহমেদ , জয়নাল আবেদিন ,  মামুন খাণ , পাড়ভেজ , বদরুল , হাসনাত  সহ আরও অনেকে  । 
 
সভায় ঐকমত পূষন করা হয় যে ভিচেন্সা কমুনের বসবাসরত  সিলেটি প্রবাসীরা  সিলেটের ব্যানারে সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডের জন্য পরামর্শক পরিষদ  এর  সাথে আলোচোলা সাপেক্ষে পদক্ষেপ নিবেন এবং জবাবদিহিতা করবেন । 

ভিচেন্সা তথা ইতালিতে সিলেটে সহ বাংলাদেশের ভাবমূর্তি  উজ্জ্বল করার জন্য  ভিচেন্সা কমুনের সকল সিলেটিরা ঐক্যবদ্ধ হয়ে  সর্বস্তরের প্রবাসীদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন ।

সর্বশেষ

জনপ্রিয়