Banglar Chokh | বাংলার চোখ

ইতালির মিলানে নোয়াখালীবাসীর শীতকালীন মিলন মেলা ও পিঠা উৎসব-২০২৪

প্রবাসী

ইতালি থেকে ইসমাইল হোসেন স্বপন

প্রকাশিত: ০২:২৪, ৭ জানুয়ারি ২০২৪

সর্বশেষ

ইতালির মিলানে নোয়াখালীবাসীর শীতকালীন মিলন মেলা ও পিঠা উৎসব-২০২৪

.

ইতালির মিলানে হয়ে গেলো নোয়াখালী সমিতি মিলান,লোম্বার্দিয়া,ইতালির উদ্যোগে ইতালির মিলানে বসবাসরত নোয়াখালী বাসীর শীতকালীন মিলন মেলা ও পিঠা উৎসব-২০২৪।
অনুষ্ঠানে ছিলো প্রীতিভোজ, পিঠা উৎসব , চিত্রাঙ্কন প্রতিযোগীতা , চেয়ার সিটিং সহ মহিলা দের জন্য বালিশ খেলা সহ নানান আয়োজন ।অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে প্রবাসে বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি পরিচয়ের লক্ষ্যে করা হয় এই আয়োজন বললেন নোয়াখালী সমিতি মিলান লোম্বার্দিয়ার সভাপতি আব্দুল কাইয়ুম মামুন এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য সহ আগত অতিথিরা।
এই মিলন মেলা ও পিঠা উৎসবে অংশ নেয় প্রবাসী নারী-পুরুষ ও শিশুরা।
শেষে বিজয়ীদের মধ্যে করা হয় পুরষ্কার বিতরন।
 

সর্বশেষ

জনপ্রিয়