Banglar Chokh | বাংলার চোখ

সাংবাদিক শহিদুল ইসলামের মা আর নেই, বিএফইউজের শোক

মহানগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪০, ১১ জুন ২০২৪

সর্বশেষ

সাংবাদিক শহিদুল ইসলামের মা আর নেই, বিএফইউজের শোক

ছবি:সংগৃহীত

সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি মো. শহিদুল ইসলামের মমতাময়ী মা শামসুন্নাহার বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সোমবার দিবাগত রাত ৩টায় তিনি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। 

তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি- নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানজা অনুষ্ঠিত হয়। এখান থেকে সরাসরি মাদারীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগমের ইন্তেকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএফইউজে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয় বলেন, তিনি অত্যন্ত ধার্মিক, সমাজ হিতৈষী ও মানবদরদী ছিলেন। 

মহান আল্লাহ দরবারে মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার প্রার্থনাও জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়