Banglar Chokh | বাংলার চোখ

মানিকনগরে একুশে এক্সপ্রেসের ৩ বাসে আগুন

মহানগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৪, ৬ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

মানিকনগরে একুশে এক্সপ্রেসের ৩ বাসে আগুন

ছবি:সংগৃহীত

রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।

বুধবার বিকেলে মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন।

আগুনে দুটি বাস সম্পূর্ণ ও একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ৪৮ মিনিটে খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়।বিকেল ৫টা ২৬ মিনিটে আগুন নির্বাপণ হয়।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়