Banglar Chokh | বাংলার চোখ

শাহবাগে বাসে আগুন

মহানগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ৭ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

শাহবাগে বাসে আগুন

ছবি:সংগৃহীত

রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে তরঙ্গ প্লাস পরিবহণের একটি যাত্রীবাহী বাস। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়।

বিএনপি ও সমমনা দলগুলোর দশম দফায় ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুরে ফায়ার সার্ভিস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিভিয়েছে। বেলা ১টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ১টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরের দিকে একদল দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সর্বশেষ

জনপ্রিয়