Banglar Chokh | বাংলার চোখ

সৈকতের ভাঙ্গন রক্ষা প্রকল্প একনেকে পাশ হলে শুরু হবে :পানি সম্পদ প্রতিমন্ত্রী 

মিনিষ্ট্রি

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

সৈকতের ভাঙ্গন রক্ষা প্রকল্প একনেকে পাশ হলে শুরু হবে :পানি সম্পদ প্রতিমন্ত্রী 

নিজস্ব ছবি

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেকে পাশ হলে আগামী বছর স্থায়ী কাজ শুরু করা হবে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশও এর বিচ্যুতি ঘটেনি। তার পরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। রবিবার দুপুরে কুয়াকাটার সৈকত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এর আগে প্রতিমন্ত্রী একটি ভ্যানগাড়ি যোগে সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা আওয়ামলীগ সভাপতি আ:বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়