Banglar Chokh | বাংলার চোখ

যাত্রীবোঝাই বগি রেখেই চলে গেল উপবন এক্সপ্রেস

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৭, ৪ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

যাত্রীবোঝাই বগি রেখেই চলে গেল উপবন এক্সপ্রেস

ছবি:সংগৃহীত

যাত্রীবোঝাই একটি বগি রেখেই স্টেশন ছেড়ে গেছে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন।

রোববার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এমন ঘটনা ঘটে। ফেলে রেখে যাওয়া বগিতে থাকা যাত্রীরা টিকিট কেটেও যেতে পারেননি গন্তব্যে।

বাংলাদেশ রেলওয়ে ঢাকা কন্ট্রোল  অফিস জানায়, উপবন এক্সপ্রেস ট্রেনটি ১২টি কোচ নিয়ে চলাচল করে। রোববার অতিরিক্ত যাত্রী চাহিদা থাকায় ১৩টি কোচ নিয়ে সিলেট থেকে ঢাকায় আসে। অতিরিক্ত কোচটিকে সংযুক্ত বিচ্ছিন্ন করতে দেরি হওয়ায় ট্রেন ছাড়তে ঘণ্টাখানেক বিলম্ব হয়েছে। যেহেতু এটা এক্সট্রা কোচ, স্বাভাবিকভাবেই এটা যাত্রা করবে না। ফলে কোচটি রেখেই ট্রেন আবার সিলেট অভিমুখে যাত্রা করেছে।

এদিকে কোচটিতে থাকা যাত্রীরা রেলওয়ের অব্যবস্থাপনায় ক্ষোভ ঝেড়েছেন। অনেকেই বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন।

একজন লিখেছেন: ‘এতদিন খবরেই পড়েছি/দেখেছি যে ট্রেন পিছনের বগি রেখে অনেকদূর চলে গেছে। আজ নিজেই ভুক্তভোগী হলাম। ট্রেন ছাড়ার সময় ছিল ১০টায়, এখন ১১.৩০। এখনও সেইম জায়গায় আছে।

সর্বশেষ

জনপ্রিয়