Banglar Chokh | বাংলার চোখ
Tahsan Live in Concert

বগুড়ার দক্ষিণাঞ্চলে চলছে বোরো ধানকাটা উৎসব। কিন্তু নিম্নচাপের কারণে দ্রুত ধান শুকিয়ে বিক্রয় করছে কৃষক।ছবি এমআর শাইনের তোলা

রাজশাহী মহানগরীতে জামরুল গাছের সবুজ পাতা ভিতর থেকে উঁকি দিচ্ছে লোভনীয় জামরুল ফল। ছবিটি  কোর্ট একাডেমীর সামনে থেকে তোলা হয়েছে। ছবি সোহরাব হোসেন সৌরভের তোলা 

বান্দরবানে পানি সংকট তীব্র। সুপেয় পানির জন্য হাহাকার করছে মানুষ। উপজেলা গুলোর বহু নলকূপ অচল হয়ে পড়েছে। গরমে পানির ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়ায় অনেক পুকুর, লেক ও ছড়া থেকে পানি প্রবাহিত হচ্ছে না।ছবিটি জাহাঙ্গীর আলম কাজলের তোলা। 

অন্যান্য ফটো গ্যালারি


Warning: filesize(): stat failed for xhtml/gen_breaking.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 1

Warning: filesize(): stat failed for xhtml/gen_scroll.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 31