Banglar Chokh | বাংলার চোখ
Tahsan Live in Concert

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্তৃক উদ্বার হওয়া প্রায় ৫৮ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।ছবি: দোলন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্ত্বরে হানিফ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে দশটার বাস্তহারা রাস্তার মুখে এই আগুনের ঘটনা ঘটে। ছবি: রেজাউল করিম

১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে গুলশান চেয়ারপার্সন অফিসে ময়মনসিংহ  বিভাগের  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যানদের সাথে  মতবিনিময় সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসময় দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  ছবি: বাবুল তালুকদার

বর্ষার আগেই চাক্তাই  খাল দ্রুত খননের কাজ শেষ না হলে আবারও বন্দর নগরী তলিয়ে যেতে পারে। খালের মুখে পলি জমে জোরের পানি সহজে নামে না। এছাড়া চার পাশের ময়লা- আবর্জনা,বর্জ্য চাক্তাই খাল হয়ে কর্ণফুলী নদীতে পড়ছে, একাধিক বার সতর্কতা জারি করেও কোন সুফল পাওয়া যায়নি। ছবি: রেজাউল করিমের তোলা

অন্যান্য ফটো গ্যালারি


Warning: filesize(): stat failed for xhtml/gen_breaking.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 1

Warning: filesize(): stat failed for xhtml/gen_scroll.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 31