Banglar Chokh | বাংলার চোখ
Tahsan Live in Concert

কোয়েল পাখি পালন করে সফল খামারী কলাপাড়ার নাঈম।এতে তার মাসে আয় হচ্ছে ২ লাখ টাকা।ছবি: উত্তম কুমার

রবিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে  এক সাপুরের কাছ থেকে বিষধর ৩ টি পদ্ম গোখরা, ১ টি দারাস ও ১০ ফুট দৈর্ঘ্যরে ১টি অজগর উদ্ধার  করে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। পরে বনে অবমুক্ত করা হয়। ছবি: উত্তম কুমার হাওলাদার

জাপান অটোমেকানিক স্কুলের ৫ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সদ্য পাশ করা গ্র্যাজুয়েট, তাদের পরিবারের সদস্য ও স্কুলের স্টাফদের  সাথে জাপান অটোমেকানিক লিঃ-এর চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাপান অটোমেকানিক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক   সুনোকি হিরাও, গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম, ও ডানা এশিয়া-র প্রধান নির্বাহীডানকান পাওয়ার। ছবি:ইউনূস সেন্টার

মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মাসেতু এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রী বাহী বাস খাদে পড়ে  ২০ জন যাত্রী নিহত, আহত ৩৫ জন। রোববার (১৯ মার্চ) সকালে এ দূর্ঘটনাটি ঘটে। ছবি:এস. এম. রাসেল, মাদারীপুর

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে  যৌথ অভিযানে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)  নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা থাইল্যান্ডের ব্রাহামা জাতের ৭২টি গরু জব্দ করে।ছবি: নুরুল আলম সাঈদ,বিশেষ প্রতিনিধি

ঈদকে সামনে রেখে মাদক কারবারিরা সক্রিয়। রবিবার সাভার,ঝালকাঠি,ভৈরবে ডিবি পুলিশ,র‌্যাব এবং হাইওয়ে পুলিশ বিপুল পরিমান ফেন্সিডিল,গাঁজা ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধারসহ মাদক পাচারকারীদের গ্রেফতার করে। ছবি: এ কে আজাদ, রেজাউল করিম এবং এম আর রুবেলের তোলা।  

অন্যান্য ফটো গ্যালারি


Warning: filesize(): stat failed for xhtml/gen_breaking.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 1

Warning: filesize(): stat failed for xhtml/gen_scroll.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 31