Tahsan Live in Concert
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করে ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। ছবি : সাইফুল ইসলাম কল্লোল।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।পরে প্রধানমন্ত্রী দলীয় নেতা কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন ও দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিগরাজ নৌঘাঁটিতে বিএনএস কপোতাক্ষ উম্মুক্ত রাখে নৌবাহিনী। এছাড়া দিগরাজে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জেটিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় সিজিএস কামরুজ্জামান। ছবি: সুমন
দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদ, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি সদস্যদের কুচকাওয়াজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপেস্ন প্রদর্শন করে।ছবি:অমর চাঁদ গুপ্ত অপু
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মানে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যোগ দিতে এসে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এ সময় মহামান্য রাষ্ট্রপতি সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। কেক কাটেন। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন সস্ত্রীক উপস্থিত ছিলেন। ছবি: সাইফুল ইসলাম কল্লোল।