Banglar Chokh | বাংলার চোখ

ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করেছে সরকার: মঈন খান

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করেছে সরকার: মঈন খান

ছবি:সংগৃহীত

বিচার বিভাগকে ব্যবহার করে সরকার ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজনস-এ ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল-সর্বোচ্চ আদালতের রায় লঙ্ঘন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

 তিনি বলেন, দেশের জনগণ নিরপেক্ষ সরকার চায়, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে তা সম্ভব নয়। তাই জনগণের ইচ্ছার প্রতিফলনে কাজ করছে বিএনপি।

বিএনপির চলমান আন্দোলনকে জোরদার করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে বলেও উল্লেখ করেন বিএনটির স্থায়ী কমিটির এ সদস্য।

একই অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল এই আওয়ামী সরকারের, বাতিলও করেছে সরকার। আবার এখন এর বিরোধিতাও করছে তারাই। এমন দ্বিচারিতাই আওয়ামী লীগের চরিত্র।’
 

তাই মানুষের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়েই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়