Banglar Chokh | বাংলার চোখ

নকলায় দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রেস বক্স

প্রেস ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ১০ জুন ২০২৪

সর্বশেষ

নকলায় দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব ছবি

শেরপুরের নকলায় ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার (৯ জুন ) উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দ্রকোনা বাজারে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম-এঁর ব্যক্তি উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও তরুণ সমাজ সেবক শাহরিয়ার রহমান স্বচ্ছ’র আয়োজনে দিনব্যাপি বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পেইনে নয়শতাধিক রোগীকে বিনামূল্যে পরামর্শ সেবা ও ব্যবস্থাপত্র প্রদানসহ দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূলে ঔষধ প্রদান করা হয়।

বিভিন্ন রোগে অভিজ্ঞ ৮ জন চিকিৎসক ও সহকারীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপি রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ এই ক্যাম্পেইন পরিচালনা করেন। মেডিকেল টিমের সমন্বয়ক হিসেবে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, চরঅষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চন্দন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু, জেলা বিএনপির সদস্য মোঃ মোকশেদুল হক শিবলু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদস্য এনামূল হক রিপন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেন, সিনিয়র সদস্য মাহবুবর রহমান, রেজাউল হাসান সাফিত, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, তরুন সাংবাদিক হাসান মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর সহ¯্রাধিক নারী-পুরুষ রোগী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

সর্বশেষ

জনপ্রিয়