Banglar Chokh | বাংলার চোখ

সিলেটে সম্পাদক ও সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যে:অনলাইন প্রেসক্লাবের নিন্দা

প্রেস বক্স

সিলেট অফিস

প্রকাশিত: ০১:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

সিলেটে সম্পাদক ও সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যে:অনলাইন প্রেসক্লাবের নিন্দা

.

সিলেট বহুল প্রচারিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সাহসী সম্পাদক ও বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি  আবুল কাশেম রুমন ও তার পত্রিকার সাংবাদিকদের নিয়ে ফেসকবুকে সিলেট যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তেব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা।
গত ২৭ আগষ্ট ২০২৩ ইং সময় (১৯.৪৪) মিনিটে সিলেট যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের আইডি থেকে সিলেটের একজন সাহসী সৎ ও নিষ্ঠাবান পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে তার ব্যক্তিগত্ব চরিত্র নিয়ে যে সব কুরুচিপূর্ণ,মানহানিকর কমেন্ট করে হেয়প্রতিপন্ন মন্তব্যে করেছেন, তা সাংবাদিক মহল ওই সব অরুচিরকর মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ জানিয়েছেন।
যারা ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে তারা হলেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসসক্লাবের সিনিয়র সহ সভাপতি (পানকৌড়ি নিউজ ও দৈনিক তৃতীয় মাত্রার) সিলেট জেলা প্রতিনিধি- রুহুল ইসলাম মিঠু, সহ সভাপতি, (একুশে সংবাদ ডটকম) সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মো. আমিন রশীদ ফোহাদ ও হবিগঞ্জ জেলার (নবীগঞ্জ দর্পন ডটকম) এর সম্পাদক সিনিয়র সহ সভাপতি-এম. গৌছুজ্জামান চৌধুরীকে, যুগ্ম সম্পাদক সম্পাদক (সিলেট স্বপ্নীল ডটকম) এর সম্পাদক-আর. কে দাস চয়ন, সাংগঠনিক সম্পাদক (বায়ান্ন  টেলিভিশন) এর ভারপ্রাপ্ত   চেয়ারম্যান- নূরুদ্দীন রাসেল, দপ্তর ও অর্থ সম্পাদক (বিএমসিলেট ডটকম) এর সিনিয়র স্টাফ রিপোর্টার-কামাল আহমদ, ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক (আমাদের কথা ডটকম) স্টাফ রিপোর্টার- হাফিজুল ইসলাম লস্কর,(সুরমা ভয়েস ২৪ ডটকম) এর স্টাফ রিপোর্টার-জনি শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, (ড্রিম সিলেট ডটকম) বালাগঞ্জ প্রনিতিনিধি- তারেক আহমদ ও (সিলেট ২৪ এক্সপ্রেস ডটকম) এর স্টাফ রিপোর্টার- ইসমাঈল আলী টিপু) সহ কার্য নির্বাহী সদস্যরা । সাংবাদিক নেতারা এক  প্রেস বিক্তপ্তিতে বিষয়টি প্রশাসন ও মাননীয় প্রধান মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়