Banglar Chokh | বাংলার চোখ

ভারতের কিশোরদের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ভারতের কিশোরদের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ

ছবি:সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে শিরোপা হারিয়েছে বাংলাদেশের কিশোররা। ভুটানের থিম্পুতে রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের কিশোরদের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে নার্ভ ধরে খেলতে পারল না লাল সবুজের প্রতিনিধিরা। ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের।

ভুটানের থিম্পুতে আয়োজিত টুর্নামেন্টে ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশ। গ্রুপপর্বেও হেরেছিল তারা, কিন্তু সেই ম্যাচে পাল্টাপাল্টি লড়াই হয়েছিল দুদলের মধ্যে। ফাইনালে নিজেদের সেরাটা দিতে পারেনি তারা। ভারতের হয়ে একটি করে গোল করেছেন লাইরেনজাম ও লেভিস জাংমিনলুন।

তিন দলের মধ্যে গ্রুপপর্বে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে পা রেখেছিল বাংলাদেশ, তারা একমাত্র জয়টি পায় নেপালের বিপক্ষে। এরপর সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পায় তারা। যেখানে ২-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে একটি করে গোল করেন মুর্শেদ আলি ও আবু সৈয়দ। পাকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আবদুল গনি।

সর্বশেষ

জনপ্রিয়