ফাইল ছবি
শেরপুরের নকলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে সে বাড়ি ফেরার পথে অটোরিক্সা থেকে পড়ে মুন্নি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) উপজেলার বাউসা কবুতমারী ভোট কেন্দ্র থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় ওই শিশু। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। মুন্নি নকলা উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মো. মিষ্টারের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, মিষ্টারের স্ত্রী তাঁর তার মেয়ে মুন্নিকে সঙ্গে নিয়ে পার্শববর্তী বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে অটোরিক্সায় উঠে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের কাছাকাছি আসলে অটো থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মুন্নি। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।