Banglar Chokh | বাংলার চোখ

বটবৃক্ষ কর্তন হলেও কর্তৃপক্ষ নির্বিকার

সারাবাংলা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

প্রকাশিত: ০১:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

বটবৃক্ষ কর্তন হলেও কর্তৃপক্ষ নির্বিকার

ছবি: বাংলার চোখ

খুলনার পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মুখস্হ একটি বটবৃক্ষ কর্তন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এমন খবর পেয়ে সরেজমিনে জানা যায়, সরকারি জমিতে থাকা কর্তন নিষিদ্ধ বটবৃক্ষ টি কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে, তবে বৃক্ষটির ডালপালা কেটে আগেই অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। মসজিদের পাশে বসবাসকারি আব্দুল হাকিমের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি জানান মসজিদ কমিটির নির্দেশে বট বৃক্ষটি কর্তন করা হয়েছে। এরপর মসজিদ কমিটিতে কারা আছেন জানতে চাইলে তিনি জানান, সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক সাহেব আলী, সহ-সভাপতি আনিছুর রহমান,রজব আলী এবং কমিটির হাফিজুর মাস্টার ও রাজ্জাক মাস্টার এর সিদ্ধান্ত মোতাবেক আমি বট বৃক্ষটি কেটেছি। বট বৃক্ষটি কাটার বিষয়ে মসজিদ কমিটির কাছে জানতে চাইলে কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা জানান, যার গাছ সেই কেটে নিয়েছে। আমরা কাউকে গাছ কাটতে বলিনি। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তার প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও রাড়ুলি ইউনিয়ন ভূমি কর্মকর্তা লতিফা আখতার বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে পৌছে বট বৃক্ষ কাটার সত্যতা পাই। আর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ কে অবিহিত করেছি। সর্বোপরি স্হানীয় এলাকাবাসি বট বৃক্ষ কর্তনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানালে কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা বন কর্মকর্তার প্রতিনিধি ও রাড়ুলি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে এসে ঘটনার সত্যতা পেলে অজ্ঞাত কারনে অদ্যাবদি কোন ব্যবসস্থা গ্রহণ করেননি বললে ও জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়