Banglar Chokh | বাংলার চোখ

জেলা পরিষদ, পৌরসভা  ও ইউপিতে জয়ী  হলেন যারা

নির্বাচন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৬, ১০ মার্চ ২০২৪

সর্বশেষ

জেলা পরিষদ, পৌরসভা  ও ইউপিতে জয়ী  হলেন যারা

.

জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ২০৯টি প্রতিষ্ঠানে শনিবার সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩টি জেলা পরিষদ চেয়ারম্যান, ৫টি পৌরসভার মেয়র ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
কুড়িগ্রাম জেলা পরিষদ : চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে দুইবারের জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আ ন ম ওবায়দুর রহমান।

হবিগঞ্জ জেলা পরিষদ : চেয়ারম্যান পদে উপনির্বাচনে এমপি পত্মী আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

সিরাজগঞ্জ জেলা পরিষদ : চেয়ারম্যান পদে উপনির্বাচনে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল পেয়েছেন ৫০৬ ভোট।

শিবগঞ্জ পৌরসভা : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ) তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

ত্রিশাল পৌরসভা : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে বর্তমান সংসদ-সদস্যের স্ত্রী জগ প্রতীকের শামীমা আক্তারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম সরকার।

মুন্সীগঞ্জ পৌরসভা : মেয়র পদে উপনির্বাচনে ২২ হাজার ১৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন ৫৪৬ ভোট।

বকশীগঞ্জ পৌরসভা : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন তালুকদার পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট।

আমতলী পৌরসভা : বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মো. মতিয়ার রহমান তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল আহসান খান পেয়েছেন ৫ হাজার ৭৬৬ ভোট।

বাহারছড়া ইউপি : চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম ইউনুস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার আজিম চৌধুরী পেয়েছেন ৩৫৩২ ভোট।

মোকাম ইউপি : কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে উপনির্বাচনে কুলসুম আক্তার ১৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার পেয়েছেন ১৪৯৬ ভোট।

ফতুল্লা ইউপি : নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে ফাইজুল ইসলাম ২০ হাজার ৯২৭ ভোট পেয়ে  চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।

গদখালী ইউপি : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন প্রিন্স আহম্মেদ। তিনি পেয়েছেন ৭ হাজার ৮৭৫ ভোট।

নেত্রকোনার দুই ইউপি : নেত্রকোনা সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলা ও রৌহা ইউনিয়নের ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম বাতেন ৪৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বাংলা ইউনিয়নে মোফাক্কারুল হুসেন মিলন ৩৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আহম্মদপুর ইউপি : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো. সোহানুর রহমান সবুজ ৪৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কেশবপুর ইউপি : পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।

লোহাজুরী ইউপি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নুরুজ্জামান ইকবাল ৫ হাজার ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪০৭ ভোট।

আহম্মদপুর ইউপি : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো. সোহানুর রহমান সবুজ ৪৭৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমিন সুলতানা পেয়েছেন ৩২৩৪ ভোট।

ধাপেরহাট ইউপি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শহিদুল ইসলাম শিপন ৭ হাজার ৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম সিদ্দিকি মিঠু পেয়েছেন ৫ হাজার ৮০৬ ভোট।

জলিরপাড় ইউপি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিভা মন্ডল ৫০৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব মজুমদার পেয়েছেন ৩৬২৮ ভোট। 

সর্বশেষ

জনপ্রিয়