Banglar Chokh | বাংলার চোখ

ঝালকাঠির দুটি উপজেলায় নির্বাচন সম্পন্ন

নির্বাচন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ২১ মে ২০২৪

সর্বশেষ

ঝালকাঠির দুটি উপজেলায় নির্বাচন সম্পন্ন

ছবি: বাংলার চোখ

ঝালকাঠির সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্নভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। ২টি উপজেলার ২০ ইউনিয়ন ও ২টি পৌর সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২২ টি ভ্রাম্যমান আদালত মাঠে ছিলো। এছাড়া বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো।

দুটি উপজেলায় মোট ১৪৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৯৯ জন। ঝালকাঠি সদর উপজেলার ৭৭টি কেন্দ্র এবং নলছিটি উপজেলার ৭০টি কেন্দ্রে এ ভোট গ্রহন হয়েছে। সদর উপজেলায় নারী ভোটার ৮৮হাজার ১৪৭ জন ও পুরুষ ভোটার ৯১ হাজার ১১৫ জন। নলছিটি উপজেলায় নারী ভোটার ৮২হাজার ৪৬৭ জন ও পুরুষ ভোটার ৮৬ হাজার ২০৬ জন। নলছিটিতে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচ ও ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে পাঁচজন অংশ গ্রহন করে। সদরে চেয়ারম্যান ৩, মহিলা ও পুরুষ পদে ৬ জন।

সর্বশেষ

জনপ্রিয়