Banglar Chokh | বাংলার চোখ

কাপ্তাই ও রাজস্থলী আ.লীগ, বিলাইছড়িতে জেএসএস প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচন

আলমগীর মানিক, রাঙামাটি 

প্রকাশিত: ২২:৪৯, ২১ মে ২০২৪

সর্বশেষ

কাপ্তাই ও রাজস্থলী আ.লীগ, বিলাইছড়িতে জেএসএস প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতী ধাপে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির তিনটি উপজেলার মধ্যে কাপ্তাই ও রাজস্থলীতে আওয়ামী লীগ এবং অপর উপজেলা বিলাইছড়িতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন কাপ্তাইয়ে মো.নাছির উদ্দিন (আওয়ামী যুবলীগ)পেয়েছেন৭হাজার ৩৬২ ভোট তার নিকটতম প্রতিদ্বদ্বী আনোয়ারুল ইসলাম বেবী (আওয়ামীলীগ) পেয়েছেন-৬হাজার ৯৭৩ ভোট ও রাজস্থলীতে উবাচ মারমা (আ. লীগ) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন- ২হাজার  ১৮ভোট এবং বিলাইছড়িতে বীরোত্তম তঞ্চঙ্গ্যা (জেএসএস) পেয়েছেন ৬ হাজার ৭০৪ ভোট তার নিকটতম প্রার্থী(আওয়ামী লীগ) অভিলাস তঞ্চঙ্গা পেয়েছেন-৪ হাজার ৮২৯ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ্তাইয়ে সুইপ্রæ মারমা ও বিউটি হোসেন (নারী), বিলাইছড়িতে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা ও সুদীপ্তা তঞ্চঙ্গ্যা (নারী) এবং রাজস্থলীতে (বিনা ভোটে) হারাধন কর্মকার ও গৌতমী খিয়াং (নারী)। 

সর্বশেষ

জনপ্রিয়