Banglar Chokh | বাংলার চোখ

কলকাতার একটি সিনেমার সঙ্গে নাম জড়িয়েছে তানজিন তিশা

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

কলকাতার একটি সিনেমার সঙ্গে নাম জড়িয়েছে তানজিন তিশা

ছবি:সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখছেন সিনেমা জগতে। সম্প্রতি দেশের একটি সিনেমার পাশাপাশি কলকাতার একটি সিনেমার সঙ্গে নাম জড়িয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীর।

প্রথমেই শুরু করা যাক, দেশের সিনেমাটি দিয়ে। তিশা অভিনীত নতুন সিনেমার নাম ‘পয়জন’। নির্মাতা সঞ্জয় সমদ্দারের এই সিনেমায় তিশা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগসহ আরও অনেকে।

 ‘পয়জন’ সিনেমা প্রসঙ্গে পরিচালক সঞ্জয় বলেন, সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পাবে।  ঈদের বিশেষ সিনেমা হিসেবেই এটি মুক্তি দেবে দীপ্ত কর্তৃপক্ষ।

 এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার নিশ্চিত করেছে জনিপ্রিয় এ অভিনেত্রীর টালিউডেও অভিষেক হতে চলেছে। তবে কোন সিনেমার মাধ্যমে টালিপাড়ায় পা রাখছেন সে বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি তিশা।
 
টালিউডের সিনেমাতে তিশাকে দেখা গেলে বাংলাদেশি অভিনেত্রী হিসেবে আরও একজন শিল্পীর সংখ্যা বাড়বে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে। এর আগে জয়া আহসান, নুসরাত ফারিয়া, মহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, তাসনিয়া ফারিণ সহ অনেকেই টালিউডে কাজ করেছেন।

 চলতি বছরেই টালিউডের সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তিশার। নেটপাড়ায় এ খবর ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তিশার বিপরীতে কোন নায়ককে পর্দায় দেখবেন দর্শক, সে চিন্তাতেই বিভোর রয়েছেন এখন তিশা ভক্তরা।

সর্বশেষ

জনপ্রিয়