Banglar Chokh | বাংলার চোখ

সৌদিতে ঈদের চাঁদ দেখা গেছে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ৬ জুন ২০২৪

আপডেট: ২৩:৪৪, ৬ জুন ২০২৪

সর্বশেষ

সৌদিতে ঈদের চাঁদ দেখা গেছে

ছবি:সংগৃহীত

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে এ চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসাবে বাংলাদেশে পরদিন ১৭ জুন পালিত হবে ঈদ। খবর খালিজ টাইমসের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আর আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহার প্রথম দিন হবে।

এর আগে বুধবার পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছিল সৌদি আরব। বুধবার দেশটির সুপ্রিমকোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। তাই আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

সূত্র: খালিজ টাইমস

সর্বশেষ

জনপ্রিয়