ফয়সল নোই
চলুন এক চোখে দেখি - ওখানে মানুষ মরছে ! দীর্ঘ ষড়যন্ত্র মনে রেখে
সকল আলোচনার আগে ডাঙ্গায় উঠে আসুক
সুলতান জালালুদ্দীন মুহাম্মদ শাহ, নারামেখলার আরাকান মানচিত্রের আদি মানুষগুলো
মনে রেখে ১৭৮৫, বর্মী মৃত্যুপুরি, ব্রিটিশ রাজনীতি, ষড়যন্ত্রময় গোত্র তালিকা,
দ্বিতীয় বিশ্ব যুদ্ধ, মনে রেখে কিং ড্রাগন অপারেশন; চলুন এক চোখে দেখি
-- এখানের ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ !
লাঠি-তলোয়ার হাতে সেনা ছাপের কমলা পোশাক, পেছনে পিতৃভূমি, আগুনে পোড়া ঘর লুট-পাট বসতি ঠিকানা;
এই রোসাঙ্গে বোদাওফায়া,
তোমার শাসক জীবন কী এমন মূল্য পায় যা এই মৃত্যুর অধীক স্মৃতিময় ?
সীমাহীন ঘৃনায় ভূমিহীন করো, ক্ষুধার্ত রাখো, নিবন্ধনহীন করো, চিকিৎসাহীন রাখো !
মিয়ানমারের ব্যঙ্গচিত্র হয়ে ফুটে আছেঃ
-- বেদখল ফসলি মাঠ
-- ভাসমান নৌযানে ক্ষুধার্ত কিশোরের পেট চাপা হাত
-- সাগরের তল দেশে সহস্র মানুষের হাড়
-- শংখলায় গনকবর,পর্লিসের পেডাং বেসায় মানুষেরই উপহাসমাখা পঁচা গলা লাশ
-- শরনার্থী ক্যাম্পে অবিরাম চিৎকাররত লোনা সাগরে রোদে পুড়ে অন্ধ শিশু
ভূবনের এই দাসবাহী কাঠের জাহাজ, ও প্রভূ ও মানুষ তুমি কূলে পৌঁছে দাও
বৈশাখী পূর্ণিমার আলো অস্ত্রহীন ঢেউ খেলে যাক মংডু- আকিয়াবে অবুজ রোহিঙ্গা শিশুর চোখে।
লেখক: সাংবাদিক,কবি ও লেখক।