Banglar Chokh | বাংলার চোখ

সিলেটে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু লেখক পরিষদ

প্রেস বক্স

প্রেস ডেস্ক

প্রকাশিত: ০১:১৪, ৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

সিলেটে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু লেখক পরিষদ

.

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংঠনিক সম্পাদিকা লাকী আহমেদ গত ২৭ আগষ্ট ২০২৩ ইং সিলেটের সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনকে নিয়ে, তার নামীয় আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট,মানহানিকর কমেন্ট করে হেয়প্রতিপন্ন করায় সিলেটের সচেতন মহল ও রাজনীতিক অঙ্গন, সুশীল সমাজ, কে ব্যতিত করেছে। দলীয় ক্ষমতার অপব্যবহার ও সাংবাদিকতার নীতি বিরোধী কার্যকালাপে লিপ্ত হয়ে সিলেটের সিনিয়র সাংবাদিক আবুল কাশেম রুমনকে নিয়ে ফেসবুকে মিথ্যা বানোয়াট ব্যক্তির চরিত্র নিয়ে যে ধরণের মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ৯ সেপ্টেম্বর (বুধবার) বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার নেতৃবৃন্দ।
তারা এক বিবৃতিতে লাকী আহমেদ কে মহানগর যুব মহিলা লীগ থেকে বহিস্কার ও প্রশাসনিক ভাবে তাকে গ্রেফতারের জোর দাবী জানান। যারা ক্ষোভ প্রকাশ করেন তারা হলেন- বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সহ-সভাপতি গীতিকার আলা উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি শাহিনুর রহমান শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক আহবাব হোসাইন,আব্দুল মতিন খসরু,সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,সমাজকল্যাণ সম্পাদক আশরাফ হোসেন,পাঠাগার সম্পাদক  বেলাল আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক নুর আহমেদ তালুকদার, যোগাযোগ বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ,শিশু বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসমাইল পাঠোয়ারী,প্রচার সম্পাদক সৈকত রিপন,নির্বাহী সদস্য-বদরুল ইসলাম,শিহাব আহমদ,রতন মিয়া,শামছু মিয়া, হেলাল মুর্শেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়