ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ারে নেয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫

গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ারে নেয়া হচ্ছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি : ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আজ রাত ৭টার পর তাকে একটি এম্বুলেন্সে করে এভারকেয়ারে নেয়া হবে বলে জানিয়েছেন ঢামেকের পরিচালক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’ 

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি)তে মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওসমান হাদিকে সিপিআর দেয়া হয়। এতে প্রেসার একটু ভালো হয়। পরে তার মাথার সিটিস্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায়। তাকে নিউরো- সার্জারি বিভাগের ওটিতে নেয়া হয়। 

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার কাজে যোগ দেয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিট ৫৫ সেকেন্ডে  রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সহকর্মীদের সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরসাইকেলে দুজন মুখে মাস্ক ও হেলমেট পরে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। গুলিটি তার কান ভেদ করে মাথারে ভেতরে ঢুকে গেছে।

আরও পড়ুন