ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ডেঙ্গুতে একদিনে আরও ৭০৫ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২ জন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:১২, ২৪ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে একদিনে আরও ৭০৫ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২ জন

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেলো। এ মাসেই মারা গেছেন ৮৮ জন। আগের মাসে এই সংখ্যা ছিল ৮০ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩৬৬ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৭০৫ জন ডেঙ্গু রোগী। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই জানিয়েছিল দেশের কীটতত্ত্ববিদরা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী ৩৪ জন, রংপুর ১৯ জন, সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ২৫৮ জন। 
গত ১লা জানুয়ারি থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ৯৬৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। 

আরও পড়ুন