ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

১১ অগ্রাহায়ণ ১৪৩২, ০৫ জমাদিউস সানি ১৪৪৭

দেশজুড়ে আতঙ্ক! রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত ২১৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:২২, ২৫ নভেম্বর ২০২৫

দেশজুড়ে আতঙ্ক! রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত ২১৭

প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে (দুই সিটি করপোরেশন) ২১৭ জন, ঢাকা বিভাগে ১২৬ জন (সিটি করপোরেশন বাদে), বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

 এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৬০২ জন।
 
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরও পড়ুন