ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:২৫, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের একটি সাধারণ বাসে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। সংবর্ধনা শেষে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হয়ে তিনি জুতা খুলে শিশিরভেজা ঘাসের ওপর খালি পায়ে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন, যা উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।
বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর এলাকা থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাসটির সামনের অংশে বসে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো পথ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান।
আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর আজ তার এই প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।