ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

৯ পৌষ ১৪৩২, ০৩ রজব ১৪৪৭

এনসিপি নেতাকে গুলির ঘটনায় তন্বী আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৫

এনসিপি নেতাকে গুলির ঘটনায় তন্বী আটক

ছবি :সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত নারী তনিমা তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তনিমা তন্বী জেলা যুব শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্বরত। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ নম্বর মুক্তা হাউজের নিচতলায় তন্বীর বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর পুলিশ ওই বাসা থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও মদের বোতল উদ্ধার করেছে। বর্তমানে ঘটনাটি অধিকতর তদন্তাধীন রয়েছে।

 

আরও পড়ুন