স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
আসন্ন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল কুশল মেন্ডিসের। কিন্তু বিপিএল শুরুর আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। শারীরিক অসুস্থতার কারণে বিপিএলে খেলা হচ্ছে না এই লঙ্কান ব্যাটারের।
জানা গেছে, গত সপ্তাহেই দুবাইয়ে মেন্ডিসের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকরা তার শরীরে ব্লাডার স্টোন শনাক্ত করার পর দ্রুত এই অস্ত্রোপচার প্রয়োজন হয়। এরপর থেকে বিশ্রামেই আছেন লঙ্কান এই ব্যাটার।
আবার কবে তিনি মাঠে ফিরতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর ফলে চলমান আইএল টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না মেন্ডিসের। এই টুর্নামেন্ট খেলতে গিয়েই শারীরিক জটিলতায় পড়েন মেন্ডিস।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ধীরে ধীরে সেরে উঠছেন।
আইএল টি-টোয়েন্টির বাকি অংশ তো বটেই বিপিএলেও খেলা হচ্ছে না লঙ্কান এই ব্যাটারের। এখনও পর্যন্ত তার দল শারজাহ ওয়ারিয়র্স তার বিকল্প ঘোষণা করেনি। এদিকে নোয়াখালীতে অবশ্য তার বিকল্প হিসেবে আছেন জনসন চার্লস।
সবকিছু ঠিক থাকলে সৌম্য সরকারের সঙ্গে চার্লসকেই নোয়াখালীর হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে। এর বাইরে হাবিবুর রহমান সোহানেরও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। ফলে ভাবনার খুব বেশি কারণ নেই নোয়াখালীর।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড
হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।