ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ভঙ্গ হলো ফাইনালের বাংলাদেশের স্বপ্ন 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৫

ভঙ্গ হলো ফাইনালের বাংলাদেশের স্বপ্ন 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল । বিসিবি

 বৃষ্টির বাধায় শঙ্কা তৈরি হলো খেলা মাঠে গড়ানো নিয়েই। লম্বা সময়ের অপেক্ষা শেষে শঙ্কা মাড়িয়ে মাঠে গড়ালো খেলা। ম্যাচ কমে এলো ২৭ ওভারে। কিন্তু সেই ২৭ ওভারের পুরোটা ব্যাটিং করতে পারল না বাংলাদেশ। একরাশ হতাশা উপহার দিলেন ব্যাটাররা। সেই ব্যর্থতা ঢাকতে পারলেন বোলাররাও। ফলাফল হিসেবে ভঙ্গ হলো ফাইনালের স্বপ্নও।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১২১ রানের পুঁজি দাঁড় করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

মাঝারি রানে আটকে রাখার লক্ষ্যে পাকিস্তানকে শুরুতেই ধাক্কা দেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার হামজা জাহোরকে শূন্য রানে ফেরান ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশের লড়াইটা ছিল এ পর্যন্তই। তিন নম্বরে নামা উসমান খানকে নিয়ে বাংলাদেশিদের হতাশা বাড়িয়ে পাকিস্তানকে এগিয়ে নেন ওপেনার সামির মিনহাজ। এই দুজনের জুটি থেকেই আসে ৮৫ রান।

এরপর ২৬ বলে ২৭ রান করা উসমান খানকে সামিউন বশির রাতুল ফেরালেও ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। চার নম্বরে নামা আহমেদ হোসাইনকে নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান মিনহাজ।

মাঝখানে হাফসেঞ্চুরি তুলে নেন ইনিংসের গোড়াপত্তন করতে নামা মিনহাজ। শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। আর ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন আহমেদ হোসাইন।

এর টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে পরপর দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ১৩ বলে ৯ রানে ফেরেন জাওয়াদ আবরার আর ১৬ বলে ১৪ রান করেন রিফাত বেগ। 

এরপর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর কালাম সিদ্দিকী এলিন। আশা দেখিয়েও ফেরেন আজিজুল তামিম। ২৬ বলে ২০ রান করেন তিনি।

এরপর বাকিরা যোগ দেন যাওয়া-আসার মিছিলে। থিতু হওয়ার চেষ্টায় প্রায় চার ওভারে উইকেটে থেকে ২৩ বলে মোটে ৮ রান করে ফেরেন এলিন। একই গল্প উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসানেরও (২৩ বলে ৭ রান)।

বাকিদের এমন ব্যর্থতার ভীরে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাইমন বশির রাতুল। ৩ বল বাকি থাকতে ফেরার আগে ৩৭ বলে ৩৩ রান করেন তিনি। ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন ইকবাল হোসেন ইমন।

 

আরও পড়ুন