স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:২৪, ২০ ডিসেম্বর ২০২৫
.
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট সামনে রেখে ২৪ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তা আর হচ্ছে না। তবে আসর শুরুর দিনে সিলেটে উদ্বোধনী আয়োজন করবে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সেকারণে পরিবর্তন করা হয়েছে ম্যাচ শুরুর সময়।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, বিপিএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটি উদ্বোধনী দিনের ম্যাচের সময়সূচীতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ইভেন্ট-পূর্ব উদ্বোধনী আয়োজনগুলো অনুষ্ঠিত হয়।
২৬ ডিসেম্বর আসর শুরুর দিনে সিলেটে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স এবং দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। প্রথম ম্যাচটি গড়ানোর কথা ছিল দুপুর ২টায় এবং দ্বিতীয় সন্ধ্যা ৭টায়।
পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ম্যাচ ১ ঘণ্টা পিছিয়ে গড়াবে বিকেল ৩টায়, আর ৪৫ মিনিট পিছিয়ে দ্বিতীয় ম্যাচ গড়াবে ৭টা ৪৫ মিনিটে।
আসন্ন আসরে সিলেটে ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে ম্যাচ। লিগপর্বের প্রথম ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেট পর্ব শেষ হওয়ার পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামেও গড়াবে ১২টি ম্যাচ। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় ফিরবে আসর। লিগপর্বের শেষ ছয় ম্যাচ এবং নকআউট পর্বের চার ম্যাচসহ ফাইনাল গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।