ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

জয়ের জন্য বাংলাদেশের ১৩১ রান দরকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৫

জয়ের জন্য বাংলাদেশের ১৩১ রান দরকার

ছবি :সংগৃহীত

বোলাররা ব্যাটারদের কাজটা খুবই সহজ করে দিয়ে আসলেন! আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রেকর্ড ২৮৪ রান তাড়া করে জেতা বাংলাদেশ নেপালকে অলআউট করে দিল মাত্র ১৩০ রানে। জয়টা হাত দূরত্বেই তো হওয়ার কথা!

জয়ের জন্য বাংলাদেশকে ১৩১ রান করতে হবে।  
 
দুটি পরিবর্তন নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। দলে ঢুকেছিলেন ফরিদ হাসান, মো. সবুজ ও শাহরিয়া আল-আমিন। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নেপালের ব্যাটিংয়ে ধসটা নামিয়েছেন শেষের দুজন। মো. সবুজের তোপে নেপালের স্কোরবোর্ড ৫৪/২ থেকে হয়ে যায় ৮৪/৬। এই ৪ উইকেটের ৩টিই নেন সবুজ।

৩ উইকেট নিতে ৭ ওভারে ২৭ রান খরচ করেন সবুজ। তার সতীর্থরাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নিয়েছেন ২টি করে উিইকেট। শাহরিয়ার খরচ করেছেন মাত্র ১০ রান।

নেপালের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র ৪ জন ব্যাটার। সর্বোচ্চ ৩০ রান করেছেন ৮ নম্বরে নামা অভিষেক তিওয়ারি। আশিষ লুহার ২৩, সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার করেন ১৪ রান। নেপাল অলআউট হয় ৩১.১ ওভারের মধ্যে।

এই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ, নেপাল তাদের আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই দুই দলেরই পয়েন্ট ২ করে। আফগানিস্তানের পয়েন্ট শূন্য।

আরও পড়ুন