স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:০৭, ১১ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
আলাদা ম্যাচে মাঠে নামছে দুই লিগের দুই জায়ান্ট। চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে। একটা জয় পেলেই প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে গানার্স। অন্য ম্যাচে ইনজুরি জর্জরিত পিএসজি খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
বুধবার (১০ ডিসেম্বর) দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে পারেনি আর্সেনাল। ভিলা পার্কে ধাক্কা খেয়ে বেলজিয়ামে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা গানারদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগার মাঠে আতিথ্য নেবে আর্সেনাল। একটা জয় পেলেই প্রথম দল হিসেবে নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট।
চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে পিএসজি। এর আগে ইউরোপা লিগে খেললেও, এই টুর্নামেন্টে এটাই প্রথম সাক্ষাৎ দু'দলের।
স্যান ম্যামেসে অবশ্য উসমানে দেম্বেলেকে পাবে না ফরাসি জায়ান্টরা। চোটে ছিটকে গেছেন এই উইঙ্গার। এছাড়াও হাকিমি-দুয়েরাও বাদের তালিকায় আগে থেকেই। টটেনহ্যামের বিপক্ষে লাল কার্ড দেখায় সাসপেনশনে থাকবেন লুকাস হার্নান্দেজও।
অবশ্য প্রতিপক্ষ বিবেচনায় খুব একটা চিন্তার কারণ নেই পিএসজির। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট বিলবাওয়ের নামের পাশে। পয়েন্ট টেবিলের ২৭ নম্বরে আছে এরনেস্তো ভালভার্দের দল। ঘরের মাঠে পিএসজিকে সামলাতে, জন্ম দিতে হবে বড়সর কোন অঘটনের।
লুই এনরিকের জন্য একটাই চিন্তা আপাতত। নিজেদের রক্ষণ ভাগ। আসরের লিডিং গোলস্কোরিং টিম হলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে টটেনহ্যাম গোল উতসব করেছে তাদের জালে। বিলবাওয়ের বিপক্ষে একটা ক্লিনশিট মনোবল চাঙ্গা করবে বর্তমান চ্যাম্পিয়নদের।