স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:২৩, ৮ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
প্রায় ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের আগস্টে নির্ধারিত দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি হতে পারে সম্পূর্ণ নতুন ভেন্যুতে। অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগেই সিরিজটি অনুষ্ঠিত হওয়ায় প্রচলিত মাঠগুলোর বাইরে নতুন ভেন্যুর কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিএ–র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে দেশটির ১২তম টেস্ট ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ মাঠেই বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ আয়োজিত হতে পারে।
২০২৬-২৭ মৌসুমটি অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচিতে ব্যতিক্রমী হতে যাচ্ছে। প্রচলিত গ্রীষ্মকালীন মৌসুমে প্রধান ভেন্যুগুলোতে মাত্র চারটি টেস্ট থাকায় বিকল্প খুঁজছে সিএ। এর ফলে ১৯৭৬–৭৭ সালের পর প্রথমবার ব্রিসবেনের গ্যাবাতে কোনো টেস্ট ম্যাচ হবে না।
কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি নিশ্চিত করেছেন, ‘আমরা একটি টেস্ট পাব; সেটি হবে ম্যাকাইয়ে, বাংলাদেশের বিপক্ষে।’
উত্তরাঞ্চলের উষ্ণ আবহাওয়ার কারণে কুইন্সল্যান্ডের কয়েকটি ভেন্যু—ম্যাকাই, কেয়ার্নস, ডারউইন এবং টাউনসভিল—বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার জন্য সম্প্রতি রাজ্য সরকার ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ দিয়েছে। এর মাধ্যমে ১০ হাজার আসনবিশিষ্ট গ্র্যান্ডস্ট্যান্ড নির্মাণ, ট্রেনিং সুবিধা এবং সম্প্রচার অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।
মাঠটিতে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের নারী দলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে।
তবে দুই ম্যাচের বাংলাদেশ–অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইন ও কেয়ার্নসও টেস্ট আয়োজনের দৌড়ে আছে। নর্দার্ন টেরিটরির ক্রিকেট প্রধান নির্বাহী ডারউইনে ম্যাচ পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ২০০৩ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০২৬ সালের এই সফরে তাই নতুন ভেন্যুতে নতুন অভিজ্ঞতার সম্ভাবনা দেখা দিয়েছে।