ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১:৩৮, ৮ ডিসেম্বর ২০২৫

প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

ছবি :সংগৃহীত

মেয়েদের ফিফা ফুটসাল বিশ্বকাপের প্রথম আসর বসেছে ফিলিপিন্সে। ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ব্রাজিল নারী দল। আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।

১৬ দেশের অংশগ্রহণে ফিলিপিন্সের ম্যানিলায় হল আসর। রানার্সআপ হল পর্তুগাল। সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা। সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।

ম্যানিলার ফিলস্পোর্টস অ্যারেনায় খেলার ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এমিলি। ২৩ মিনিটে পর্তুগালের জালে দ্বিতীয় গোল জড়ান আমান্ডা লিসা ডি অলিভিয়েরা। দেবোরা ভ্যানিন ৩৮ মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন, বিশ্বকাপও জিতে নেন।

ব্রাজিলের ফুটসাল দলের মেয়েরা আগে একটি এএফএফ ফুটসাল ওয়ার্ল্ড কাপ গোল্ড, ছয়টি ওমেন্স ফুটসাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আটটি কোপা আমেরিকা ফুটসাল ডি ফেমিনা শিরোপা জিতেছে।

উল্লেখ্য, ফিলিপিন্সের ম্যানিলায় গত ২১ নভেম্বর শুরু হয়েছিল ফুটসাল বিশ্বকাপের আসর। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল।

আরও পড়ুন