ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

খালেদা জিয়ার জন্য টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির দোয়া 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২:৫০, ৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জন্য টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির দোয়া 

ছবি -বাংলার চোখ

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ ডিসেম্বর)  বাদ যোহর দলিল লেখক কল্যাণ সমিতির  উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিষেশ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্যামল ব্যানার্জি, টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,  জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মতিন সরকার সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

আরও পড়ুন