টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৮, ৭ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংযোগ করেছেন গণ অধিকার পরিষদ (ট্রাক) মার্কা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
রোববার সন্ধ্যায় পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রিপাড়া, পোস্ট অফিস এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন। এছাড়াও তিনি প্রতিদিন শহর থেকে গ্রাম অঞ্চলের সকল পেশার মানুষের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন।
এসময় উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়নের গণ অধিকার পরিষদের আহবায়ক ইয়াদ আলী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, অর্থ সম্পাদক মাহতাব মাহি, সহ দপ্তর জুবাইদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ সিয়াম, ধর্ম বিষয়ক সম্পাদক মুজাহিদ, কার্যকরী সদস্য আব্দুর রহমান প্রমুখ।
গণ অধিকার পরিষদ (ট্রাক) মার্কা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, আমি নির্বাচিত হলে মাদক মুক্ত একটি উপজেলা হিসেবে সদরকে গড়ে তুলবো। মানুষের এত উৎসাহ, এই আস্থা প্রমাণ করে দেয়, মানুষ পরিবর্তন চায়। মানুষের এই ভালোবাসা, এই সমর্থনই, আমাদের আগামীতে পথচলার প্রেরণা। নতুন কিছু হবে আপনাদের নিয়েই, আপনাদের জন্যই সামনে চলব।