প্র্রতিনিধি
প্রকাশ: ০১:২২, ৮ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুবাইদা রহমানের গ্রামের বাড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রোববার (৭ ডিসেম্বর) বাদ আছর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈত্রিক নিবাস রাহাত মঞ্জিলে পারিবারিক আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
জুবাইদা রহমানের চাচাতো ভাই ও সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাছির আলী খাঁনের সঞ্চালনায় এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।