ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

নিলামের পরও নোয়াখালীর চমক, বিপিএল মাতাতে আসছেন নবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:১৩, ৩ ডিসেম্বর ২০২৫

নিলামের পরও নোয়াখালীর চমক, বিপিএল মাতাতে আসছেন নবি

ফাইল ছবি:আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি

নিলামের পরও চমক নিয়ে হাজির হলো বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি— নোয়াখালী এক্সপ্রেস। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে নিজেদের ডেরায় ভেড়ালো তারা।

তাকে দলে টানার বিষয়টি বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে নোয়াখালী। এছাড়া লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দোকেও দলে টানছে তারা। এদিকে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে দলে টানার ঘোষনা দিয়েছে সিলেট টাইটান্স।

 আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠতে যাচ্ছে ১২তম বিপিএলের। আসন্ন এ আসরে নতুন চমক নোয়াখালী এক্সপ্রেস। তারা চমক দেখাতে চায় মাঠের পারফরম্যান্সেও। নিলামের আগে তারা সরাসরি চুক্তি করেছিল শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে। এরপর গত ৩০ নভেম্বরের নিলামে তারা দলে যুক্ত করেন আরও দুই বিদেশি, দুজনই পাকিস্তানি। এর মধ্যে একজন পেসার ইহসানউল্লাহ খান আর অন্যজন মিডল অর্ডারের হার্ডহিটার ব্যাটার হায়দার আলী।

 এবার তারা স্কোয়াড শক্তিশালী করলো আরও দুই বিদেশিকে দলে ভিড়িয়ে। নবাগত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আসন্ন বিপিএল মাতাবেন আফগান অলরাউন্ডার নবি। টি-টোয়েন্টির এ ফেরিওয়ালা এর আগেও ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল মাতিয়েছিলেন। সবশেষ গত আসরে খেলেছিলেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। বয়স ৪০ পেরোলেও মারকুটে ব্যাটিং আর কিপটে বোলিং দক্ষতায় নোয়াখালীর জন্য ট্রাম্প কার্ড হতে পারেন তিনি।
 
নিলামের পর দলে টানা অন্য বিদেশি— লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দো। তাকে অবশ্য স্বল্প সময়ের জন্য দলে টানছে তারা। জাতীয় দলের ব্যস্ততায় বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারবেন কুশল মেন্ডিস। তার অভাব পূরণে আভিস্কাকে দলে নেয়ার কথা দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নোয়াখালী কর্তৃপক্ষ।
 
এদিকে সামাজিক মাধ্যমে সিলেট টাইটান্স জানিয়েছে, আসন্ন বিপিএল মাতাতে তাদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন পাকিস্তানের ডানহাতি পেসার সালমান ইরশাদ। সব মিলিয়ে তাদের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা হলো পাঁচ। নিলামের আগে দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সঙ্গে চুক্তি সেরেছিল তারা। এরপর নিলামে তারা দলে ভেড়ায় শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে।

আরও পড়ুন