ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০০:১৫, ১১ ডিসেম্বর ২০২৫
১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ছবি: বাফুফে
এশিয়ান কাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে পাওয়া ঐতিহাসিক সাফল্যের ২২ দিন পর অবশেষে আর্থিক পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মোট ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছিলেন। বুধবার(১০ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে সেই আর্থিক পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এনএসসির পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে বোনাসের চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
কে কত পেলেন?
এই বোনাসের অর্থ স্কোয়াডের ২৩ জন ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমের খান— প্রত্যেকেই পেয়েছেন ৭ লাখ টাকা করে। এছাড়া কোচিং স্টাফের আরও পাঁচজন সদস্য পেয়েছেন ৫ লাখ টাকা করে।
পুরস্কার বঞ্চিত যারা
তবে এই বোনাসের তালিকায় জায়গা হয়নি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সদস্যের, যা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন টিম অ্যাটেনডেন্ট মো. মহসীন, যিনি ২২ বছর আগে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের সময়ও দলের সঙ্গে ছিলেন। একইভাবে কোনো অর্থ পাননি ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম, যার বিশ্লেষণ ও তথ্যের ওপর ভিত্তি করে দলের ম্যাচ পরিকল্পনা তৈরি হয়। পাশাপাশি দলের মিডিয়া ম্যানেজার এবং টিম ডাক্তারও রয়েছেন পুরস্কারবঞ্চিতদের তালিকায়।
উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী ও এশিয়ান কাপের মূল পর্বে ওঠা নারী ফুটবল দলের সদস্যরা বোনাস পাওয়ার সময় টিম ডাক্তার, ভিডিও অ্যানালিস্ট এবং মিডিয়া ম্যানেজারও পুরস্কার পেয়েছিলেন। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি।