শাহরিয়ার মিল্টন , শেরপুর থেকে
প্রকাশ: ২০:৫৮, ১০ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনে বিভিন্ন দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বড় দুটি রাজনৈতিক দলে নেতাদের নিয়ে ইন্টারপার্টি হারমোনি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের নিউ আলীশান রেস্টুরেন্টের হলরুমে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এ ডায়লগের আয়োজন করে।
এতে শেরপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম, গণঅধিকার পরিষদ প্রার্থী আরিফ আহমেদ ,শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, গণঅধিকার পরিষদ প্রার্থী কাজী হায়াৎ, শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামর শেরপুরের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ পলাশ। সঞ্চালনায় ছিলেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের শেরপুর জেলা সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন।