মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে
প্রকাশ: ০১:৩৬, ১০ ডিসেম্বর ২০২৫
নিহত নিশাদ: ফাইল ছবি
কুমিল্লার হোমনায় মোটরসাইকেল ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নিশাদ (২৬) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন; এবং আরোহী বন্ধু ইফাত (১৫) আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াইব্রিজের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশাদ রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মমিন মেম্বারের ছেলে। আহত ইফাত বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের মো. জিলানীর ছেলে। তার মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, নিশাদ রাতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ওয়াইব্রিজ এলাকায় ঘুরতে যান। ব্রিজের ওপর উঠতে গিয়ে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিশাদের মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিশাদ তার ছুটির মেয়াদ বাড়িয়েছিলেন।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এমন হঠাৎ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।