রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০১:৫১, ১০ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজন করেন।
রাণীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাণীনগর শের এ বাংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখখার হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক (অবসরপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ, রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শাহনাজ বেগম, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, গহেলাপুর এনএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীত কুমার প্রামানিক প্রমুখ।