ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

আরব সাগরে ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং পাকিস্তান নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:১৬, ১৫ ডিসেম্বর ২০২৫

আরব সাগরে ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং পাকিস্তান নৌবাহিনীর

ছবি :সংগৃহীত

 পাকিস্তান নৌবাহিনী আরব সাগরের উত্তরাঞ্চলে লাইভ অস্ত্র নিক্ষেপ মহড়া পরিচালনার মাধ্যমে তাদের যুদ্ধক্ষমতা ও যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার অনুষ্ঠিত এই লাইভ ওয়েপন ফায়ারিং (এলডব্লিউএফ) মহড়ায় পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে এফএম-৯০(এন) ইআর ভূমি-থেকে-আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যন্ত কৌশলী (হাইলি ম্যানুভারেবল) আকাশপথের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়।

সমুদ্রে নৌবাহিনীর একটি ফ্লিট ইউনিটে উপস্থিত থেকে এই লাইভ ফায়ারিং প্রত্যক্ষ করেন কমান্ডার পাকিস্তান ফ্লিট রিয়ার অ্যাডমিরাল আবদুল মুনিব। তিনি মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও নাবিকদের উচ্চ মাত্রার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং অপারেশনাল দক্ষতার জন্য প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের সমুদ্রসীমা রক্ষা এবং জাতীয় সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল সংকল্প পুনরায় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন