ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৫৮, ১২ ডিসেম্বর ২০২৫

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

ছবি :সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিকে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বায়রন-এর তাণ্ডব, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা—দুইয়ের আঘাতে বিপন্ন হয়ে পড়েছে বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে উপত্যকার হাজার হাজার তাঁবু, যার ফলে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে ঠান্ডা আর বৃষ্টিতে জর্জরিত হয়ে এক শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, ঝড় বায়রন-এর তাণ্ডবের মাঝেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থেমে নেই। উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে উপত্যকার অনেক রাস্তাঘাট ও ত্রাণশিবিরের তাঁবু প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে শিশুসহ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে।

জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার ৪০ শতাংশ। ৭৬০টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হোয়াইট হাউস নীরবে প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেছে, যদিও এর কার্যকরের নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

অন্যদিকে, হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্রভাণ্ডার নিয়ে কীভাবে এগোবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। তারা ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারীসহ অন্য দেশগুলোকে ইসরাইয়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

তবে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। সরকার মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে এবং উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করা হবে।

সূত্র: আনাদোলু

আরও পড়ুন