আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:০২, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতীকী ছবি
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (১৪ ডিসেম্বর) এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি এক্স-পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সুদানের কাদুগলিতে লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে যে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে- যার ফলে বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা হতাহত ও আহত হয়েছেন, তার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই ধরণের আক্রমণ অযৌক্তিক এবং যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। আমি সকলকে জাতিসংঘের কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিচ্ছি। জবাবদিহিতা থাকা দরকার।
একইদিন ঢাকার ইইউ কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের জন্য এবং বিশ্বজুড়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহস, উৎসর্গ এবং পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞ প্রকাশ করেছে ঢাকায় ইইউর প্রতিনিধিরা।
সুদানের এ হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় বিবৃতিতে।
বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যুতে তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনও।